আলো রোদ শুভবোধ
অশুভ আঁধার
জীবনের পথে ঘুরে
আসে বার বার৷
কিশলয় ঝরাপাতা
খরা আর বান
মুখ ভরে হাসি দেয়,
করে মুখ ম্লান৷
আয় তাই আলো ধরি,
তুলি ফোটা ফুল
দুখ দিনে এরা হবে
স্মৃতি বুলবুল৷
শিল্পীঃ
অপরাজিতা রায়
সপ্তম শ্রেণি, সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ
আলো রোদ শুভবোধ
অশুভ আঁধার
জীবনের পথে ঘুরে
আসে বার বার৷
কিশলয় ঝরাপাতা
খরা আর বান
মুখ ভরে হাসি দেয়,
করে মুখ ম্লান৷
আয় তাই আলো ধরি,
তুলি ফোটা ফুল
দুখ দিনে এরা হবে
স্মৃতি বুলবুল৷
শিল্পীঃ
অপরাজিতা রায়
সপ্তম শ্রেণি, সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ