চরকি, তুবড়ি, রংমশাল, সাথে তারাবাতি,
চীনে আলো, তেলের প্রদীপ কিম্বা মোমবাতি-
সব কিছুতেই আছি আমরা, সব কিছুতেই রাজি;
কিন্তু মোদের লিস্টিতে নেই যত শব্দ-বাজী।
জোর শব্দে কেঁপে ওঠে ছোট্ট খোকাখুকু;
বুড়ো দাদু-দিদার বুকের মধ্যে ধুকুপুকু;
কুকুর-বিড়াল-শালিখ-গরু-বাছুর-কাক-চড়াই-
শব্দবাজীর ভয়ে মুখ লুকিয়ে থাকে সবাই ।
শব্দবিহীন আলো-বাজী অনেক বেশি ভাল-
কালোর মধ্যে জ্বলতে থাকুক বিন্দু বিন্দু আলো।।
ছবিঃ ত্রিপর্ণা মাইতি