
সাঁঝের বেলায় নিদ্রাকালে
স্বপন দেখার ছলে –
বিভীষিকার রাত্রি এসে
আমার চোখে ভাসে।
ক’টা ভূতের নাচন
সবাই তারা নুতন।
পেলাম ভীষণ ভয়
ঘর ভরলো আলোয়।
নিদ্রা গেল টুটে
দেখি দৃশ্যপটে –
দাঁড়িয়ে একসাথে
আমার যত মিতে।
সাঁঝের বেলায় নিদ্রাকালে
স্বপন দেখার ছলে –
বিভীষিকার রাত্রি এসে
আমার চোখে ভাসে।
ক’টা ভূতের নাচন
সবাই তারা নুতন।
পেলাম ভীষণ ভয়
ঘর ভরলো আলোয়।
নিদ্রা গেল টুটে
দেখি দৃশ্যপটে –
দাঁড়িয়ে একসাথে
আমার যত মিতে।