শীতকাল মানেই যেমন কমলালেবু, রঙিন সোয়েটার আর উত্তুরে হাওয়া, তেমনই এই ঋতুর অঙ্গ হয়ে উঠছে নানাধরণের মেলা। ঠাণ্ডা ঠাণ্ডা আমেজে, আলতো রোদ গায়ে মেখে মেলায় ঘোরার মজাই আলাদা!
গত দুই সপ্তাহ ধরে কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে হয়ে গেল ২০১৪ সালের রাজ্য হস্তশিল্প মেলা। এই মেলায় যোগ দিয়েছিলেন সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় সাড়ে তিন হাজার হস্তশিল্পী। মেলাপ্রাঙ্গনে বিভিন্ন জেলার সূদুর গ্রামগঞ্জ থেকে আসা বাংলার হস্তশিল্পীদের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে; কেনা যায় নানাধরণের হাতে তৈরি ছোট-বড় শিল্পসামগ্রী এবং নিত্যব্যবহার্য নানা জিনিষ।
ইচ্ছামতীর সাথে চাঁদের বুড়িও ঘুরতে গেছিল এই মেলায়। সাথে ছিল ইচ্ছামতীর বন্ধু চন্দ্রিমা। তার ক্যামেরায় ধরা পড়ল মেলার নানা ছবি।