আমার সবচেয়ে পছন্দের জায়গা হল আমাদের বাড়ির ছাদ। সেখান থেকে দেখা যায় নানা অপরূপ সৌন্দর্য। ছাদের পশ্চিম দিকে দেখা যায় গোপগড়ের জঙ্গল। সেই জঙ্গলের পাশে আছে এক সুন্দর ঝিল। জঙ্গলে আছে নানা ধরনের গাছ, যেমন শাল, সেগুণ, মহুয়া ইত্যাদি। এবং ঝিলে আছে নানা রকমের মাছ। ঝিলের চারপাশে আছে ছাতিম, কদম ও পলাশ গাছ। এই গাছগুলো বিভিন্ন সময়ে সুন্দর ফুলে ভরে থাকে। ছাদের দক্ষিণ দিকে আমাদের বাড়ির পাঁচিলের ভেতরে আছে আম, কাঁঠাল ও সুপুরির গাছ। নানা রকমের সুন্দর পাখি এইসব গাছে এসে বসে। যেমন টিয়া, ময়না, ফিঙে, কোকিল ইত্যাদি। ভোরে ওদের কিচির মিচির আওয়াজে আমার ঘুম ভাঙে, আবার দিনের শেষ জঙ্গলে ফিরে যায়। যা আমাকে খুবই আনন্দ দেয়। প্রতিদিন সকালে আমি পাখিদের খাবার দিই, যা ওরা খুবি মজা করে খায়।
পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো ঝিলের জলের ওপর পড়ে, তখন দেখতে অপরূপ লাগে, যা আমি খুবই উপভোগ করি।
লেখা ও ছবিঃ
সাবর্ণা সরকার,
চতুর্থ শ্রেণি,
ডি এ ভি পাবলিক স্কুল, মেদিনীপুর
এই লেখাটি প্রকাশিত হয়েছে ইচ্ছেমতন বিভাগের 'আবার মনের জানলা ' লেখালিখির খেলার অংশ হিসাবে।