পথের ধারে বাড়ি
নদীর ওপর ছোট্ট সাঁকো
শুয়ে আড়াআড়ি।
অনেক দূরে বন
বনের ওপর আকাশ
নদীর ধারে দোলায় মাথা
ঘন সবুজ ঘাস।
জলের মাঝে পদ্মফুল -ও
বসিয়ে দিয়েছি -
রং মিলিয়ে মনের মতন
ছবি এঁকেছি।
ছবি এঁকেছেঃ
সৌমিলি রয়
পঞ্চম শ্রেণি, হোলি চাইল্ড স্কুল, কলকাতা
ছবির সঙ্গে ভাবনাঃ ইচ্ছেকলম