চৈত্র মাস প্রায় শেষ হতে চলল। প্রচন্ড গরম পড়ে গেছে চারিদিকে। অনেক জায়গাতেই এখনি শুরু হয়ে গেছে জলের কষ্ট। মনে মনে খুব চাইছি, বেশ একটা কালবৈশাখী হোক- হুহু করে উত্তর -পশ্চিম থেকে ধেয়ে আসুক ঠাণ্ডা বাতাস, আম গাছের থেকে ঝরে পড়ুক কচি-কাঁচা আম, শেষ বিকেলের হঠাৎ বৃষ্টিতে ধুয়ে যাক পথঘাট, ধারাস্নানে একটু জুড়োক পৃথিবীর বুক - কিন্তু সে আর হচ্ছে কই? আমরা চাইলেই তো আর হবে না। তাই শুধু আকাশের দিকে চেয়ে প্রার্থনাই করতে পারি - বৃষ্টির জন্য, স্বস্তির জন্য, শান্তির জন্য।
এদিকে আমার কয়েকদিন পরেই পয়লা বৈশাখ। এসে পড়বে নতুন বাংলা সন ১৪২১। তার জন্যেও প্রস্তুতি নিচ্ছে সবাই। ইচ্ছামতীও খুব আনন্দে আছে, নববর্ষে অনেক নতুন বন্ধুদের সাথে আলাপ হবে তার- এই আশায় রয়েছে সে।
এসবের মধ্যেই এই সপ্তাহে ইচ্ছামতীর পাতায় অনেকদিন পরে আবার এল "স্বাধীনতার গল্প" ধারাবাহিকের নতুন কিস্তি। অবশ্যই পড়ে দেখ কিন্তু।
এই সপ্তাহে ইচ্ছামতীর পাতায় রয়েছেঃ
স্বাধীনতার গল্পঃ সিপাহী বিদ্রোহ
যদিও সন্ধ্যা
সাধু আর শয়তান
পরবাসেঃ পর্ব ৩- নিউইয়র্কে পাঁচদিন
আবার কথা হবে আগামি সপ্তাহে, কেমন?