নববর্ষ আসতে আর মাত্র কয়েকদিন বাকি। এসে পড়বে নতুন বঙ্গাব্দ ১৪২১। পয়লা বৈশাখের জন্য নতুন জামা কিনেছ কি? পাড়ার চেনা দোকানে মিষ্টি খেতে আর নতুন বাংলা ক্যালেন্ডার আনতে যাবে নাকি? নাকি সে-সব কিছু মোটেও করনি কোনদিন, বাবা কিংবা মা যান, তুমি মোটেও যাওনা? কিন্তু পয়লা বৈশাখের দিন যদি হালখাতার মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস না খেলে, তাহলে আর করলে কি?
এদিকে ইচ্ছামতী আর আমিও তৈরি হচ্ছি নতুন বছরের জন্য। বাড়িতে নিশ্চয় লক্ষ্য করেছ- নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ঘরদোর ভাল করে পরিষ্কার করা হচ্ছে, অগোছালো হয়ে থাকা জিনিষ মা আবার গুছিয়ে রাখছেন ঠিক করে। আমিও সেইরকম ভাবে গুছিয়ে নিচ্ছি ইচ্ছামতীকে। আগে বলেছিলাম, ইচ্ছামতীর যত্ত পুরনো সংখ্যার সব দারুণ সুন্দর লেখাগুলিকে নতুন ধারায় সঠিক ভাবে ট্যাগ এবং বিভাগে যুক্ত করব, যাতে চাইলেই কোন একটা বিশেষ বিভাগের থেকে বিশেষ একটা লেখা তুমি খুঁজে নিতে পার খুব সহজে। সেই কাজ তো চলছেই। নববর্ষের আগে, এই সপ্তাহে, তোমার জন্য রইল সেইসব পুরনো লেখার খোঁজ, তিনটে বিভাগ থেকেঃ
বইপোকার দপ্তর
ছবির খবর
জানা-অজানা
নতুন বছরের জন্য অপেক্ষার মাঝে উলটে দেখ ইচ্ছামতীর পুরনো সংখ্যাগুলি, কেমন?
এ ছাড়াও এই সপ্তাহে ছবির খবর বিভাগের নতুন সংযোজনঃ
খুম্বা
খুব ভাল থেক। দেখা হচ্ছে খুব শিগ্গির।