সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

নববর্ষ আসতে আর মাত্র কয়েকদিন বাকি। এসে পড়বে নতুন বঙ্গাব্দ ১৪২১। পয়লা বৈশাখের জন্য নতুন জামা কিনেছ কি? পাড়ার চেনা দোকানে মিষ্টি খেতে আর নতুন বাংলা ক্যালেন্ডার আনতে যাবে নাকি? নাকি সে-সব কিছু মোটেও করনি কোনদিন, বাবা কিংবা মা যান, তুমি মোটেও যাওনা? কিন্তু পয়লা বৈশাখের দিন যদি হালখাতার মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস না খেলে, তাহলে আর করলে কি?

এদিকে ইচ্ছামতী আর আমিও তৈরি হচ্ছি নতুন বছরের জন্য। বাড়িতে নিশ্চয় লক্ষ্য করেছ- নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ঘরদোর ভাল করে পরিষ্কার করা হচ্ছে, অগোছালো হয়ে থাকা জিনিষ মা আবার গুছিয়ে রাখছেন ঠিক করে। আমিও সেইরকম ভাবে গুছিয়ে নিচ্ছি ইচ্ছামতীকে। আগে বলেছিলাম, ইচ্ছামতীর যত্ত পুরনো সংখ্যার সব দারুণ সুন্দর লেখাগুলিকে নতুন ধারায় সঠিক ভাবে ট্যাগ এবং বিভাগে যুক্ত করব, যাতে চাইলেই কোন একটা বিশেষ বিভাগের থেকে বিশেষ একটা লেখা তুমি খুঁজে নিতে পার খুব সহজে। সেই কাজ তো চলছেই। নববর্ষের আগে, এই সপ্তাহে, তোমার জন্য রইল সেইসব পুরনো লেখার খোঁজ, তিনটে বিভাগ থেকেঃ

বইপোকার দপ্তর
ছবির খবর
জানা-অজানা

নতুন বছরের জন্য অপেক্ষার মাঝে উলটে দেখ ইচ্ছামতীর পুরনো সংখ্যাগুলি, কেমন?

এ ছাড়াও এই সপ্তাহে ছবির খবর বিভাগের নতুন সংযোজনঃ
খুম্বা

খুব ভাল থেক। দেখা হচ্ছে খুব শিগ্‌গির।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা