মার্চ মাসের প্রথম সপ্তাহ প্রায় শেষের মুখে। উত্তর গোলার্ধে ধীরে ধীরে পা ফেলে এগোচ্ছে গ্রীষ্ম, দক্ষিণ গোলার্ধ প্রস্তুত হচ্ছে শীতের আগমনের জন্য। উত্তরের কোন কোন জায়গায় অবশ্য এখনো বরফ গলেনি, কোথাও আবার এখনি ভালই গরম পড়ে গেছে। ভারত এবং বাংলাদেশের আবহাওয়াটা এই সময়ে মন্দ নয়। না ঠাণ্ডা না গরম ভাব। শুকনো গাছের ডালে দেখা দিচ্ছে কচি পাতা; শহর থেকে একটু দূরে গেলে, কখনো বা শহরের ইঁট-কাঠের কাঠামোর ফাঁকে ফাঁকে দেখা দিচ্ছে এক ঝলক আগুনরঙা কৃষ্ণচূড়া বা অশোক। এই সময়েই কিন্তু বসন্ত রোগ বা পক্স হওয়ার সম্ভাবনা খুব বেশি। বাবা-মা যদি নিম পাতা বা সজনে ফুল ভাজা খেতে বলেন গরম ভাতের পাতে, যতই খারাপ লাগুক, খেয়ে নিও কিন্তু। ওগুলি হল বসন্ত রোগের প্রাকৃতিক প্রতিষেধক।
কিন্তু অসুখ-বিসুখের কথা আর নয়। এই সপ্তাহে ইচ্ছামতী তোমার জন্য নিয়ে এল কিছু ছড়া, কিছু ধাঁধা আর একটা দারুণ গল্পের বইয়ের খোঁজ। নতুন সেই সব সম্পদের খোঁজে, চোখ রাখ ইচ্ছামতীর পাতায়।
এই সপ্তাহে রইলঃ
ঘুড়ি ও চাঁদের বুড়ি
শৈশব
সোনামোতি মেয়ে
গুপীচোরের কান্ড
ধাঁধা
এই সপ্তাহে ইচ্ছামতীর বাছাই কেমন লাগল, চিঠি লিখে জানাও আমাদের।
ইচ্ছামতীকে চিঠি লেখার ঠিকানা -
চিত্র সৌজন্যঃ সিয়েনপাইস