একটি ঘুড়ি দেবে আমায়
একটি ঘুড়ি দেবে
তার বদলে কাঠ পেন্সিল
রঙ তুলিও নেবে।
পড়তে আমার ভাল্লাগেনা
উদাসী হই পাঠে
আমার সাথে খেলতে যাবে
উজানতলীর মাঠে।
চরকা কাটা চাঁদের বুড়ি
দেয়না দেখা আর
কার কাছে আর চাইবো আমি
ঘুড়ির সুতো ধার।
এহসান হায়দার প্রকৌশলী রূপে পড়াশোনা করলেও, পেশায় সাংবাদিক। ঢাকা, বাংলাদেশের বাসিন্দা এহসান বর্তমানে একটি সাপ্তাহিক পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর নিজেকে পরিচয় দেন ছোটকাগজ কর্মী হিসেবে। কারণ, কবিতা প্রবন্ধ এই ছোটকাগজেই ছাপতে ভালো লাগে। একান্ত ইচ্ছে শিশুদের জন্যে একটি নতুন ধরনের পত্রিকা 'রূপকথা' প্রকাশ করা। ছেলেবেলায় শিশুসাহিত্যর প্রতি যে আগ্রহ জন্মেছিল তা থেকে দূরে যাওয়া যায়না- আরতাই শিশুদের নিয়ে লিখতে ভালো লাগে।