সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
    pujospecial2015
  • ফুল টিকিট

    ফুল টিকিট

    "কি হয়েছে আজ জানো ঠাম্মা!"
               "না তো, কিছু তো শুনিনি কই?
    তবে, মনে হয় দারুণ কিছু ?
              তাই দেখি এত হৈ-চৈ!"

    "দারুণ বলে দারুণ; বাবার সাথে
              বেরিয়ে ছিলাম বিকেল বেলায়।"
    "তা তো জানি।" "শোনো না; তারপরেতে
              গিয়েছিলাম মিলন মেলায়।"

    "আচ্ছা, এই কারণে এত খুশি!"
              "না না, বলিনি তো আসল কথা…"
    "তবে, নিশ্চই কিনেছো পুতুল,
              বন-বনিয়ে ঘুরছে যেটা?"

    "কিনেছি একটা পুতুল ঠিক-ই,
              কিন্তু, আসল কারণ নয়গো এটা।"
    "তবে কি দুজনে ফুচকা ধোসা;
              কিংবা সাজুগুজুর এটা-সেটা?"

    "দাওনা কেন বলতে আমায়,
              এসব কিছুই নয়গো নয়;
    এমন তো আর সব মেলাতেই
              একটু আধটু হয়-ই হয়।

    আসলে, কারুর কোলেতে নয়;
              বাসে পেয়েছি একটা গোটা সিট।
    আর, আমি নাকি এমনি বড়
              কাটতে হয়েছে ফুল টিকিট!"


    ছবিঃ পারিজাত ভট্টাচার্য্য

    অরিন্দম সামন্ত
    আরো পড়:
    প্রকাশিত: 18 অক্টোবার 2015
  • কুকুরুই

    সে এক কাণ্ড ভাই!
    ঘটে না যা হরযাই;
              খুকুদের কুকুরেতে
        &nb...

    অরিন্দম সামন্ত
    আরো পড়:
    প্রকাশিত: 30 অক্টোবার 2014
  • অফিসে এসো না

    রোজ দেখি তুমি পগার পার! –
    নাকের ডগে ঝুলিয়ে সবার
    অফিস রাঙা মূলো?
    আর, আমার বেলা হাজার পড়া,
    ভুল খুঁজে তুমি বেজায় কড়া
    চোখ পাকিয়ে হুলো!<...

    অরিন্দম সামন্ত
    আরো পড়:
    প্রকাশিত: 25 আগস্ট 2014

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা