বাঁদিকের সাদা-কালো বিড়ালটি হল 'গাণুশ'। আর ডান দিকে গাণুশের মা। মা গাণুশকে শিকার করতে শেখাচ্ছিল। ভাবলাম কয়েকটা ছবি তুলে রাখি।
সামনে থেকে শিকারের তেজ দেখে শিক্ষানবিশ শিকারী খুব ভরসা করতে পারছে না।
তাই এবারে পিছন থেকে লেজ ধরার চেষ্টা।
শিকার ও শিক্ষানবিশ শিকারী দুজনেই একবার মূর্তিমান বিঘ্নস্বরূপ ফটোগ্রাফারকে মেপে নিল। শিক্ষক কিন্তু অখন্ড মনোযোগে ছাত্রীর দিকে তাকিয়ে।
শিকার ডিরেকশন চেঞ্জ করেছে বলে, শিক্ষানবীশ শিকারীও পজিশন চেঞ্জ করল।
এই অবধি ছবি তুলে একটু জল খেতে গেছিলাম। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি, শিকার শেখার ক্লাস শেষ।
এত পরিশ্রমের পরে একটু বিশ্রাম তো নিতেই হয়।
কিন্তু ফোটোগ্রাফার খুব জ্বালাচ্ছে! গাণুশের মা তাই একটু বকেই দিল।