মাইথনের নির্জনতায়
আমার মতো যারা ছবি তুলতে ভালবাসে আর তাদের দৈনন্দিন রুটিন থেকে ছুটির জন্য প্রায় সবসময়ই এক পা বাড়িয়ে থাকে, তাদের যদি বেশ কাছেই এমন একটা জায়গায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয় যেখানে দুই আশাই পুর্ণ হবে তাহলে তো না যাওয়ার প্রশ্নই ওঠে না।
আমি ধানবাদে থাকি, এখান থেকে মাত্র ১ ঘন্টার দূরত্বে এরকম একটি জায়গা হল মাইথন। বাংলা-ঝাড়খন্ড বর্ডারে, আসানসোল থেকে এক থেকে দেড় ঘন্টার দূরত্বে বরাকর নদীর ওপর বাঁধ দিয়ে তার ওপরে ডিভিসির জলবিদ্যুৎ কেন্দ্র।
মাইথনের আশেপাশের পরিবেশ খুব শান্ত এবং দেখেই মন ভালো হয়ে যায় রকমের সুন্দর। চারিদিকে সবুজ গাছ আর বাঁধ এর স্বচ্ছ জল সব মিলিয়ে একটা সুপরিচিত পিকনিক স্পট।
আমার নিজের সবচেয়ে সুন্দর মনে হয় ওখানে সূর্য ডোবার সময়টা। যখন আলোর খেলায় মেতে ওঠে আকাশ আর নৌকাগুলো ফিরে আসে তটের কাছে।
এর বেশি কিছু লিখবো না, আমার তোলা মাইথনের কিছু ছবি দেওয়া রইল এখানে।