ভোর বেলা ঘুম থেকে উঠে দ্যাখে পটলা,
হই হই শব্দ, বাজারেতে জটলা।
কেউ ছোটে ঝুলি নিয়ে, কেউ বেচে সব্জী,
কেউ সারে ব্রেকফাস্ট, ডুবিয়ে কব্জী।
ঠাসা বড় ফুলকপি, আলু ভরা গামলা,
রবিবার বলে সব করেছে যে হামলা।
রকমারি মাছ আছে, শুট্কি বা লট্কে,
চ্যাঁচামেচি শুনে আজ ঘুম গেছে চট্কে।
রবিবার ছুটি আজ, খেলা যাবে সকালে,
উঁকি মেরে দেখে নিল মা আছে হেঁশেলে।
মা বলে বাবুসোনা, - “অঙ্ক টা নিয়ে বস্”,
যেই বলা, পটলা ঘুম দিল ভস্ ভস্।
ছবিঃ ডাল-ই এ আই প্রযুক্তি