ছোট চৌবাচ্চা
কাঁচ দিয়ে বানানো,
ছোট মাছ,ছোট গাছ,
নুড়ি দিয়ে সাজানো।
নানা রঙে কত মাছ
নীল জলে খেলা করে,
বুদবুদে মুখ দিয়ে
কত বড় হাঁ করে।
কারো গায়ে লাল ছোপ
কেউ পুরো কমলা,
নীল সাদা হলুদের
রকমারি জটলা।
সারাদিন খাই-খাই
ছটফট করে বড়,
যেই আমি খেতে দেব
ছুটে এসে হবে জড়ো।
আনমনে করে খেলা
নিজেদের জগতে,
প্রান ভরে দেখি আমি
হতবাক চোখেতে।
ছবিঃ শরণ্যা দাস