কালবৈশাখী
আকাশ পানে তাকিয়ে দেখি
মেঘের উপর মেঘ
তারই সাথে বাড়ছে হাওয়ার
বেগের উপর বেগ ।
এই বুঝি বা আকাশ ভেঙে
পড়বে এবার ঘাড়ে
সবুজপ্রাণে অবুঝপ্রাণে
শঙ্কা ততই বাড়ে ।
লক্ষ মশাল জ্বললো উঠে
চক্ষু মেলা দায়
লক্ষ ঢাকের আওয়াজেতে
কান পাতা না যায় ।
বৃক্ষগুলি পড়ছে ভেঙে
মড়-মড়া-মড়-মড়াৎ
বজ্রপাতের শব্দ শুনি
কড়-কড়া-কড় কড়াৎ ।
পক্ষী-পশু-মানব-শিশু
ভয়েই জড়সড়
বৃষ্টি পড়ে শিলাসহ
বাপরে কত বড় !
জামাল ভড়
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
- বিস্তারিত
- লিখেছেন জামাল ভড়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
সংশয়ের বর্ষা
আকাশে দামিনী চমকায়,
ঘরে সুইচ-অফ করো টি-ভি।
দমকা হাওয়াটা আয়লা নয় তো?
কেঁপে ওঠে বনবিবি।
ওড়ে যদি ঝড়ে ঝরাপাতা
তবে ঘরে বিদ্যুৎ বন্ধ।
স্বস্তিধারায় চলবে তো ট্রেন?
তাই নিয়ে মনে ধন্দ।
চাতক মাটির মিটিয়ে তৃষ্ণা
পথে কি নৌকো নামবে?
সবুজ আনাজে উপচানো ট্রাক
রাস্তার ধসে থামবে?
হ্যানোত্যানো যত সংশয় নিয়ে
বর্ষা আবার আসছে।
টিউশন ফাঁকে তবু খুঁজো
কোথা দুটো বুনোফুল হাসছে।
অনিরুদ্ধ সেন
থানে, মহারাষ্ট্র
- বিস্তারিত
- লিখেছেন অনিরুদ্ধ সেন
- ক্যাটfগরি: ছড়া-কবিতা