বৃষ্টি ফোঁটা পড়ে,
শিশিরের মতো করে
ঘাসে, আলতো পাতায় সে পড়ে,
নরম করে
এই বৃষ্টি থামবে না কখনো
এ দিনে –
ছাতা নিয়ে ঘুরে ঘুরে বেড়াব
বৃষ্টির ভেজা জলে।
পুকুর পাড়ে জল
মাছেরা খেলবে ছল ছল
পাখিরা উড়ে যাবে,
বৃষ্টি ভেজা গগনে।
দিকে দিকে থাকবে খালি জল,
তার মধ্যে যদি খেলা যায়,
কী যে মজা হবে, তাতো বলে বোঝানোর নয় –
নৌকা ভাসিয়ে সে জলে
দেবে হাল্কা করে এক ছোঁয়া –
ভেসে যাবে সে দুর কোন দেশে,
কেউ তার খোঁজ পাবে না।
এ বৃষ্টি যে কালো মেঘের আকাশ থেকে ঝরতে থাকে –
এ দিন ইলিশ আর গরম ভাত জমবে ভারি মজা করে।।
অহনা প্রামাণিক
চতুর্থ শ্রেণী,
দিল্লি পাবলিক স্কুল, হাওড়া
ছবিঃ পিক্সাবে