একদিন একটা বাঘ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল এবং একটা শিকারিও বাঘটিকে গুলি করার জন্য লুকিয়ে ওর পিছনে ঘুরছিল। এক সময় বাঘটা দাঁড়িয়ে পড়ল। সে ভাবলো কেউ একটা যেন আমার পিছনে আসছে। ঠিক সেই মুহূর্তে শিকারিও ভাবলো বাঘটিকে গুলি করার এটাই একটা সুযোগ। শিকারি বাঘটিকে গুলি করলো, কিন্তু গুলির আওয়াজ শুনে বাঘটি ছুটতে শুরু করলো। শিকারিও তার পিছন পিছন ছুটতে শুরু করলো। একটা সময় পর শিকারি দাঁড়িয়ে পড়ল আর বাঘটিকে খুঁজতে লাগলো। বাঘটি তখন একটা গাছের পিছনে লুকিয়ে পড়েছে। শিকারি বাঘটিকে দেখতে পেল না, কিন্তু বাঘটি শিকারিকে দেখতে পেয়ে তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লো। শিকারি ভীষণ ভয় পেয়ে গেল! বাঘ তাকে বললো—
"তুমি ভয় পেয়েছো? আমিও ভয় পেয়েছিলাম যখন তুমি আমাকে মারার জন্য গুলি করেছিলে। আমি তোমাকে মারতে চাই না। যদি তুমি আমাকে কথা দাও তুমি আর কোনো দিন কোনো প্রাণীকে হত্যা করবে না,তবে আমিও তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদেরও শান্তিতে বসবাস করার অধিকার আছে।"
শিকারি তার নিজের ভুল বুঝতে পারলো এবং বাঘকে বললো—
"আমি দুঃখিত আমার বন্ধু!"
বাঘ বললো, "তুমি এখন তোমার বাড়ি ফিরে যেতে পারো।"
শিকারি বাড়ি ফিরে গেল।
অনুরাগ রায়
দ্বিতীয় শ্রেণী
সেন্ট পলস আকাদেমি, বর্ধমান
ছবিঃপিক্সাবে