বৃষ্টি নামল এ ধরাধামে,
একটি একটি করে করে ফোঁটার আকারে
টিপ টিপ করে বৃষ্টি পড়ে,
রোদ্দুর আর কালো মেঘের মাঝখানে।
সে বৃষ্টি পড়লে মুখে হাসিতে ভরে,
ছোট ছোট জলের মত করে।
এ বৃষ্টি যখন পাতায় পড়ে,
তখন সেটি অল্প অল্প নড়ে।
তাই বৃষ্টি নামুক এ ধরাধামে,
আমাদের আনন্দের জন্যে।
তাই আমি চাই বৃষ্টি পড়ুক সবসময়ে,
তাহলে রামধনু কেন বাদ যায়।
আমি দেখতে চাই রামধনুকে,
কিন্তু বৃষ্টির সঙ্গে।
সেই বৃষ্টির সঙ্গে রামধনু,
আর ধরাধামে বৃষ্টি পড়ুক সবসময়ের জন্যে।
আমাদের সবার বৃষ্টির ছাতা,
এবং সেটি বৃষ্টিতে থাকে মাথায়।
তাই বর্ষায় খাওয়া দাওয়ার সময়ে,
বলতে হবে বাইরে গিয়ে বৃষ্টিও দেখা চাই।
আর বৃষ্টি মাথায় ছাতা নিয়ে,
দেখতে ভালোলাগে বৃষ্টির জলে
গাছ কেমন নিজেই বেড়ে ওঠে।
অস্মিতা প্রামাণিক
চতুর্থ শ্রেণী,
দিল্লি পাবলিক স্কুল,
কলকাতা
ছবিঃ পিক্সাবে