আগে থাকতাম আমরা স্বাধীন বাসায়
গাছের ডালে,
কিন্তু কখনো কী ভেবেছিলাম
ধরা দেব শিকলে?
তখন আমি মনের কথায় যখন ইচ্ছা,
খেতাম কত কীট ও নানারকম ফল,
এখন আমার মালিক বাড়িয়ে দেয়
দিনে একবার একটি ক্ষুদ্র ফল ।
আগে আমি বন্ধুদের সাথে আকার
বানিয়ে ঘুরে বেড়াতাম আকাশে,
খাঁচায় বসে, আকাশের দিকে তাকিয়ে ভাবি
কবে যেতে পারব বনের মুক্ত বাতাসে!
তাই সোনার খাঁচায় শিকল বন্দী হয়ে ঈশ্বরের
কাছে করি প্রার্থনা,
কবে দূর হবে আমার বন্দী হয়ে
থাকার বেদনা ?
দীপ কর্মকার
সপ্তম শ্রেণী
কল্যাণী স্প্রিংডেল হাইস্কুল
ছবিঃপিক্সাবে