গ্রীষ্ম আসে গরম নিয়ে,
আম কাঁঠালের গন্ধে।
বর্ষা আসে বৃষ্টি নিয়ে,
টাপুর টুপুর ছন্দে।
শরৎ এলে আকাশ থাকে
সাদা মেঘে ঢাকা।
হেমন্ততে ধান কাটার পর
মাঠগুলো হয় ফাঁকা।
শীতকালে ঠান্ডা, তাই-
চাদর জড়িয়ে থাকি।
বসন্ততে সঙ্গী আমার
ফুল ও কোকিল পাখি।
ছবি ও ছড়াঃ তাসনিয়া নোশিন নিশাত
সপ্তম শ্রেণী
ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়
রাজশাহী, বাংলাদেশ।