বড় হলেই খেলার সঙ্গে আড়ি ?
নদীর স্রোতের সঙ্গে ছাড়াছাড়ি ?
গাছের ডালে দোলনা দোলা বারণ?
বুঝি না তার কারণ ।
বইয়ের পাতায় মন
থাকবে কতক্ষণ?
বনের সবুজ ছায়া
নিয়ে দখিন হাওয়া,
ঘরের জানালায় না যদি আর আসে,
হাসবি কেমন করে মন যদি না হাসে ।
মন মানে তো মেঘ, উড়তে ভালোবাসে,
চোখ মানে তো সাগর, তাতে স্বপ্ন-ভেলা ভাসে ।
যাসনে কেন খুঁজতে মেঘের বাড়ি ?
মনে মনে সাত সমুদ্দুর পাড়ি
দিলেই পারিস, পড়ায় ফাঁকি দিয়ে,
ইচ্ছে ঘুড়ির লাটাই হাতে নিয়ে।
গল্পকথার পাখি, পক্ষীরাজ যার নাম।
সব ছোটোদের মনে আছে তো তার ধাম।
চাইলে উড়ান দেবে,সওয়ার হবি তাতে
ফেলতে চোখের পলক আকাশ পাবি হাতে ।
ঘর তো ঘরেই আছে, বিশ্বলোকের চাবি,
ইচ্ছে যদি থাকে মুঠোর মধ্যে পাবি।
ছবিঃ অনন্যা দত্ত দাস