গতকাল সকালে আমার ছোট কাকা একটা পোষা ভূত কিনে নিয়ে এসেছে একটি খাঁচার মধ্যে,তার জন্য খাবার বিছানা ও ইত্যাদি নিয়ে এসেছে।সেই ভুতটি কে দেখে আমি চমকে গেলাম ও বাবাকে বললাম যে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন বাবা উত্তর দিলেন “তুমি কেন বাড়ি থেকে যাবে, ওই ভূতটার জন্য, তাই যদি হয় তাহলে আমি তোমার কাকাকে বলে ওই ভূতটাকে ফেরৎ দিয়ে আসা হবে এবং তোমায় একটা তোমার পছন্দমত একটা ভূত নিয়ে তার যত্ন করতে হবে।তখন আমি বললাম দরকার নেই আমার নতুন, পছন্দমত ভুতের নিয়ে তার যত্ন করা, যা এখন আছে তাই থাক নতুন করে দরকার নেই।ওই ভূত দেখতে খুব ভয়ানক ছিল এবং খুব লম্বা ছিল।যখন ইচ্ছা হত তখন মারত, ভয় দেখাতো, খেলত কিন্তু রেগে গেলে লাথি ঘুঁষি কামড়াত। আস্তে আস্তে ওই ভূতটা আমার সাথে মিশতে শুরু হয় এবং আমরা খুব ভালো বন্ধু হয় ও তার সাথে আমি অনেক সময় কাটাই ও ঘুরতে ।অবশেষে সেই ভূতটা আর ভূত রইল না সেটা আমার কাছে পরে কুকুরে পরিণত হল।
আমার কথাঃ
আমার নাম অঙ্কিত রায়চৌধুরী। আমি গার্ডেন হাই স্কুল আই . সি .সি.আর কলকাতা ক্যাম্পাস স্কুলে নবম শ্রেণীতে পড়ি। আমি গল্প শুনতে ভালোবাসি এবং স্কুলে বন্ধুদের সাথে খেলতে, ও ক্রিকেট খেলা আমার হবি।বাংলা আমার ভালো লাগে ও গল্প লিখতে ইচ্ছে করে।গল্প লেখার ইচ্ছা আমার এখানে এনেছে।
ছবিঃ পিক্সাবে