নিজের ছোট্ট মেয়েকে প্রকৃতিপাঠ দেওয়ার এক অনন্য উপায় ভেবেছেন শ্রীমন্তী দত্ত। নিজের হাতে, নানা রঙের সম্ভারে, নিপুণ দক্ষতায় নির্মাণ করেছেন এক নকশি কাঁথা। পরতে পরতে মায়ের স্নেহে ভরা সেই কাঁথা জুড়ে দেশবিদেশের পাখিদের ছবি। কাঁথায় সূচীশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা পাখিদের ছবি দেখিয়ে ছোট্ট অলকনন্দাকে দেশ-বিদেশের পাখি চিনতে সাহায্য করছেন তিনি। প্রথাগত বইয়ের বদলে এমনভাবে প্রকৃতিপাঠের ভাবনাকে স্বাগত জানাই।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ইচ্ছামতীর সঙ্গে নিজের সেলাই করা একগুচ্ছ পাখির ছবি ভাগ করে নিয়েছেন শ্রীমন্তী। তাঁর পরিশ্রমের ফসল এই কাঁথাটি বাংলার এক প্রাচীন শিল্পকলার উজ্জ্বল উদাহরণ।
এই বিশেষ ছবিগুলির সম্ভার পরিবেশন করতে পেরে ইচ্ছামতী গর্বিত।
যে পাখিগুলিকে পশ্চিমবঙ্গে দেখা যায়
যে পাখিগুলিকে ভারতের অন্যান্য অঞ্চলে দেখা যায়
বিদেশি পাখি
এইসব পাখিদের বিষয়ে বিশদে জানতে চাইলে Avibase - The World Bird Database- এই ওয়েবসাইটটি দেখো।