সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

নিজের ছোট্ট মেয়েকে প্রকৃতিপাঠ দেওয়ার এক অনন্য উপায় ভেবেছেন শ্রীমন্তী দত্ত। নিজের হাতে, নানা রঙের সম্ভারে, নিপুণ দক্ষতায় নির্মাণ করেছেন এক নকশি কাঁথা। পরতে পরতে মায়ের স্নেহে ভরা সেই কাঁথা জুড়ে দেশবিদেশের পাখিদের ছবি। কাঁথায় সূচীশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা পাখিদের ছবি দেখিয়ে ছোট্ট অলকনন্দাকে দেশ-বিদেশের পাখি চিনতে সাহায্য করছেন তিনি। প্রথাগত বইয়ের বদলে এমনভাবে প্রকৃতিপাঠের ভাবনাকে স্বাগত জানাই।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ইচ্ছামতীর সঙ্গে নিজের সেলাই করা একগুচ্ছ পাখির ছবি ভাগ করে নিয়েছেন শ্রীমন্তী। তাঁর পরিশ্রমের ফসল এই কাঁথাটি বাংলার এক প্রাচীন শিল্পকলার উজ্জ্বল উদাহরণ।

এই বিশেষ ছবিগুলির সম্ভার পরিবেশন করতে পেরে ইচ্ছামতী গর্বিত।

 

যে পাখিগুলিকে পশ্চিমবঙ্গে দেখা যায়

নীলকন্ঠ / Indian Roller

কাঠঠোকরা/Black-rumped Flameback

নীলকন্ঠ বসন্তবৌরি

মাছরাঙা/ Common Kingfisher

খয়রা চকাচকি/ Ruddy Shelduck

মেটেমাথা ক্যনারিচুটকি / Grey-headed Canary-Flycatcher

ধলাঘাড় মাছরাঙা / Collared Kingfisher

যে পাখিগুলিকে ভারতের অন্যান্য অঞ্চলে দেখা যায়

উদয়ী বামনরাঙা / Oriental Dwarf Kingfisher

এশীয় নীল পরি/ Asian Fairy Bluebird

ইউরোপিয়ান বি ইটার/ European Bee Eater

গোল্ডেন বুশ রবিন/ Golden Bush Robin

হিমালয়ান মোনাল/ Himalayan Monal

স্কারলেট ফিঞ্চ/ Scarlet Finch

বিদেশি পাখি

ক্রাউন্ড উডনিম্ফ/ Crowned Woodnymph

এইসব পাখিদের বিষয়ে বিশদে জানতে চাইলে Avibase - The World Bird Database- এই ওয়েবসাইটটি দেখো।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা