Rebus(রিবাস) এমন এক ধরনের শব্দের খেলা যেখানে চিহ্ন বা সংকেত দিয়ে আর ছোট শব্দের বা বর্ণের চেহারা,রঙ,অবস্থান দিয়ে একটা বড় শব্দ বোঝানো হয়।এই খেলার উৎস ধরা হয় মিশরীয় হায়রোগ্লিফিক্স লিপিকে।মিশরীয় ভাষায় যেভাবে ছবি আর চিহ্নের সাহায্যে লেখা হত,সেখান থেকেই রিবাস খেলার জন্ম।
যেমন : ত, = তকমা ("ত" আর "কমা")
নিচে তোমার জন্য দেওয়া রইল আটটি সহজ রিবাস। দেখ তো সমাধান করতে পার কিনা ! সমাধান করা উত্তর গুলি পাঠিয়ে দাও এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে। - এই ইমেইল ঠিকানায়। রিবাস ০১ -এর সঠিক উত্তর ও উত্তরদাতাদের নাম প্রকাশ করা হবে পরের কিস্তির নতুন রিবাসের সাথে। ইমেলে উত্তর পাঠানোর সময়ে নিজের স্কুলের নাম ও কোন শ্রেণীতে পড় সেটাও জানিও। এই কিস্তির রিবাসের উত্তর পাঠানোর শেষ তারিখ ২২শে এপ্রিল, ২০১৬।
১
২
৩
৪
৫
৬
৭
৮
সমাধান করা উত্তর গুলি পাঠিয়ে দাও এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে। - এই ইমেইল ঠিকানায়। রিবাস ০১ -এর সঠিক উত্তর ও উত্তরদাতাদের নাম প্রকাশ করা হবে পরের কিস্তির নতুন রিবাসের সাথে। ইমেলে উত্তর পাঠানোর সময়ে নিজের স্কুলের নাম ও কোন শ্রেণীতে পড় সেটাও জানিও। এই কিস্তির রিবাসের উত্তর পাঠানোর শেষ তারিখ ২২শে এপ্রিল, ২০১৬।
ছবিঃ ঈশিতা চন্দ্র
বাংলা ভাষা বদলে যাচ্ছে।অনেক নতুন ইংরেজি-হিন্দি শব্দের ব্যবহার বেড়ে যাচ্ছে।বদলে যাচ্ছে উচ্চারণ,শব্দের মানে।আর তাতেই বাড়ছে ভুল। এই ভুলগুলোকে ঠিক করার উপায় - বাংলা শব্দের চর্চা।"শব্দবাজি" সেটাই করে,মজাদার শব্দের খেলার মাধ্যমে।