তুই দে সুতোয় টান
আর, আমি ধরছি লাটাই
খুশি মনে একটা ঘুড়ি
দুজন মিলে ওড়াই।
মনের সুখে ভাসছে ঘুড়ি
নীল আকাশের বুকে
নরম হাওয়ার ছোঁয়া কেমন
লাগছে এসে মুখে।
ছবি এঁকেছেঃ
শুক্তিকা দাস,
আপার নার্সারি, বারাসাত ইন্দিরা গান্ধি মেমোরিয়াল হাইস্কুল
ছবির সঙ্গে ভাবনাঃ ইচ্ছেকলম