পায়ে পায়ে পাঁচ
পায়ে পায়ে পাঁচে পড়ল ইচ্ছামতী।
তোমাদের সবার প্রিয়, সবার আদরের ইচ্ছামতী। হেসে-খেলে-হেঁটে-ছুটে-গল্প করে-ছবি এঁকে কেটে গেল পাঁচটা বছর। ভাবতে অবাক লাগে বইকি!
সেই-ই ২০০৮ সালের কোন এক শিউলিঝরা ভোরে...নাকি ঘুড়ি ওড়া দুপুরে...নাকি তারা টুপ-টুপ সন্ধ্যায়, শুরু করেছিলাম ইচ্ছামতীকে সাজিয়ে তোলা। সাথে ছিল কল্লোল। আমাদের বন্ধু মৌপিয়া আর শঙ্খ লিখে দিল 'আনমনে' আর 'মনের মানুষ' বিভাগের জন্য। লিখে, এঁকে, ওয়েবসাইট তৈরি করে সাজিয়ে ফেললাম ইচ্ছামতীকে। মাত্র সাত-আট পাতার এক পুঁচকে ওয়েব ম্যাগাজিন, শুধুমাত্র ছোটদের জন্য, বাংলা ভাষায়।
- বিস্তারিত
- লিখেছেন চাঁদের বুড়ি
- ক্যাটfগরি: খবর ২০১৩
ইচ্ছামতীর জন্মদিনে শুভেচ্ছা
- বিস্তারিত
- লিখেছেন কল্লোল লাহিড়ী
- ক্যাটfগরি: খবর ২০১৩
প্রকাশিত হল বর্ষা-শরৎ যুগ্ম সংখ্যা ২০১৩
এসে গেল ইচ্ছামতীর নতুন বর্ষা-শরৎ যুগ্ম সংখ্যা ২০১৩। এই সংখ্যার প্রচ্ছদ কাহিনী "ভূস্খলনঃকি ও কেন?" এছাড়া এই সংখ্যার বিশেষ আকর্ষণ ইচ্ছামতীর অনেক নতুন বন্ধুদের লেখা ও আঁকা ছবি। উল্টেপাল্টে দেখ, পড় আর আমাদের জানাও কেমন লাগল ইচ্ছামতীর এই নতুন সংখ্যা।
- বিস্তারিত
- লিখেছেন সৃজন বিভাগ
- ক্যাটfগরি: খবর ২০১৩
প্রকাশিত হল গ্রীষ্ম সংখ্যা ২০১৩
প্রকাশিত হল নতুন ইচ্ছামতী গ্রীষ্ম সংখ্যা ২০১৩। এই সংখ্যার প্রচ্ছদ কাহিনী 'প্রকৃতি ও আমরা'। সাথে রয়েছে ১৩টা গল্প, এবং অন্যান্য নিয়মিত বিভাগ। আছে ইচ্ছামতীর তিন বন্ধুর ইচ্ছেমতন লেখা। অবশ্যই পড়ে দেখ সব কিছু। আর আমাদের চিঠি লিখে জানিও কেমন লেগেছে এই নতুন ইচ্ছামতী।
- বিস্তারিত
- লিখেছেন সৃজন বিভাগ
- ক্যাটfগরি: খবর ২০১৩
প্রকাশিত হল ইচ্চামতীর নতুন শীত সংখ্যা ২০১৩
প্রকাশিত হল ইচ্ছামতীর নতুন শীত সংখ্যা ২০১৩।
এইসংখ্যার প্রচ্ছদকাহিনী '১৫০ বছরে স্বামী বিবেকানন্দ'। এছাড়া এই সংখ্যায় আছে দুটি বিশেষ রচনা, অনেক গল্প ও ছড়া এবং অন্যান্য নিয়মিত বিভাগ। শুরু হয়েছে নতুন বিভাগ 'ফটোগ্রাফি'।
ইচ্ছামতীর এই নতুন সংখ্যা থেকে চেহারারও কিছু রদবদল ঘটেছে। এই সংখ্যা থেকে তুমি তোমার পছন্দের লেখাকে -
১। ফেসবুকে শেয়ার করতে পারবে
২। ট্যুইটারে ট্যুইট করতে পারবে
৩। গুগল প্লাসের বন্ধুদের জানাতে পারবে
৪। সরাসরি কমেন্ট করতে পারবে
৫।প্রিন্ট নিতে পারবে
৬। বন্ধুদের ইমেল করতে পারবে
৭। স্টার রেটিং দিতে পারবে।
আশা করছি এই নতুন ফিচারগুলি ইচ্ছামতীর সাথে তোমার বন্ধুত্বকে আরো শক্তপোক্ত করে তুলবে।
এই মূহুর্তে এই ফিচারগুলি আছে শুধুমাত্র ইচ্ছামতীর নতুন শীত সংখ্যা ২০১৩ তে। আগামি কয়েক মাসের মধ্যে আমরা ইচ্ছামতীর পুরনো সমস্ত সংখ্যাগুলিতে এই ফিচার দেওয়ার পরিকল্পনা রাখছি।
নতুন ইচ্ছামতী তোমার কেমন লাগছে জানিয়ে আমাকে চিঠি লিখ
- বিস্তারিত
- লিখেছেন সৃজন বিভাগ
- ক্যাটfগরি: খবর ২০১৩