সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
এক টুকরো বেলজিয়াম

দেশ বিদেশে বেড়াতে কার না ভাল লাগে? অন্যান্য অনেকের মতই আমারও নানা জায়গায় ঘুরে বেড়াতে দারুণ ভাল লাগে। আমার স্বামীর সাথে কর্মসূত্রে বিদেশে (ইউরোপে ) থাকি। আর বেড়াতে ভালো লাগে বলে সুযোগ পেলেই ইউরোপের নানান দেশে ঘুরে বেড়াই। আজ তিন বছরে ইউরোপের অনেক দেশ ঘুরে নানা অভিজ্ঞতা হয়েছে। ইওরোপের নানা পছন্দের জায়গাগুলির মধ্যে একটির গল্প শোনাব আজ।

দেশটির নাম বেলজিয়াম। পশ্চিম ইউরোপের ছোট্ট এক দেশ , যা ইংলিশ চ্যানেল-এর তীরে অবস্থিত। এর তিন দিক ঘিরে আছে নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও লাক্সাম্বার্গ । বেলজিয়াম এর কাঁচ পৃথিবী বিখ্যাত ও বহুল প্রচলিত। আমাদের বাংলা সাহিত্যের কত গল্পেই আছে বেলজিয়ায়ম কাঁচ দিয়ে তৈরি আয়নার কথা। এছাড়া এ দেশের আরো অনেক কিছুই বিশ্বের বাজারে স্থান করে নিয়াছে, যেমন বেলজিয়াম চকোলেট, বেলজিয়াম বিয়ার।

বাঁদিকে চকোলেটের ফোয়ারা; ডানদিকে হাতে তৈরি লোভনীয় চকোলেটের সমাহারম
বাঁদিকে চকোলেটের ফোয়ারা; ডানদিকে হাতে তৈরি লোভনীয় চকোলেটের সমাহার
বিভিন্ন ধরণের বিয়ার পান করার গ্লাস
বিভিন্ন ধরণের বিয়ার পান করার গ্লাস
এই দেশে প্রায় ২৫০ প্রকারেরও বেশী ধরনের বিয়ার আছে। প্রতিটি বিয়ার পান করার গ্লাস ও বিভিন্ন ধরনের।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। এটি বিশ্বের অন্যতম জনবহুল ও ব্যস্ত শহর। অন্যদিকে আবার ব্রাসেল্‌স্‌ বহু প্রাচীন এবং সুসজ্জিত শহরও। ব্রাসেল্‌স্‌ এর রাজপ্রাসাদ প্রাচীন ইওরোপীয় স্থাপত্যের এক অসাধারণ সুন্দর নিদর্শন।

ব্রাসেল্‌স্‌ রাজপ্রাসাদ
ব্রাসেল্‌স্‌ রাজপ্রাসাদ
অন্যদিকে রয়েছে সম্পূর্ণ আধুনিক এক স্থাপত্য- অ্যাটমিক টাওয়ার। এটি স্টেইনলেস স্টিল এর তৈরী , আর এর ওপর থেকে ব্রাসেলস শহর দেখা যায।
অ্যাটমিয়াম
অ্যাটমিয়াম
এছাড়া প্রতি একবছর অন্তর ব্রাসেল্‌স্‌ এ সিটি হল-এর সামনে বিশাল আকারের ফুলের গালিচা তৈরী করা হয। যা দেখতে দেশ বিদেশ থেকেঅগুন্তি পর্যটক ভীড় জমান। নানান রং এর ফুলের সমাহারে ব্রাসেলস তখন অভূতপর্ব সৌন্দর্যর অধিকারী হয।

সিটি হলের সামনে ফুলের গালিচা
সিটি হলের সামনে ফুলের গালিচা

বেলজিয়াম এর দ্বিতীয় বৃহত্তম শহর অ্যাণ্টওয়ার্পেন। এই শহরের বিশেষত্ব হলো এখানে বিশ্বের প্রায় ৮০% হীরের কাটিং হয এবং ৫০% হিরে পালিশ হয, যা পর্যটকদের এবং ব্যবসায়িক আকর্ষণের কেন্দ্রস্থল।

ক্যাথেড্রাল অফ আওয়ার লেডি
ক্যাথেড্রাল অফ আওয়ার লেডি
অ্যাণ্টওয়ার্পেনের ক্যাথেড্রাল অফ আওয়ার লেডি আর সিটি হল প্রাচীন স্থাপত্য শৈলির নিদর্শন।
অ্যাণ্টওয়ার্পেন সিটি হলঅ্যাণ্টওয়ার্পেন সিটি হল
অন্যদিকে এখানকার জাদুঘর , যা মিউজিয়াম আন দে স্ত্রুম , বা নদীর ওপর জাদুঘর নামে পরিচিত, একদমই আধুনিক স্থাপত্যের এক দারুণ সুন্দর নিদর্শন।
মিউজিয়াম আন দে স্ত্রুম
মিউজিয়াম আন দে স্ত্রুম
বেলজিয়ামের লাল ট্রাম, মনে করায় দেশকে
বেলজিয়ামের লাল ট্রাম, মনে করায় দেশকে

সব শেষে বলবো এখানকার রাস্তায় চলতে চলতে হঠাত যখন ট্রামের ঘন্টার আওয়াজে চমকে উঠি,তখন সহজেই মনে পরে যায় কলকাতার কথা। আর একটা কথা যা না বললেই নয়, এখানে মানুষের ভদ্র ব্যবহার আর সরল আচরণ অজ্ঞাত কারণেই মন কেড়ে নেয় বারেবারে।

সৌমি ঘোষ বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করেন। স্বামীর কর্মসূত্রে ইউরোপের বিভিন্ন দেশ ঘোরা হয়ে গেছে। এই মূহুর্তে বেলজিয়ামে বসবাস করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা