আজ মহালয়া, ২৭শে সেপ্টেম্বর, ২০১১, প্রকাশিত হল ইচ্ছামতী নতুন শরত সংখ্যা ২০১১।
ইচ্ছামতী নতুন শরত সংখ্যা পড়ে কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের।
এই সংখ্যা থেকে আমাদের খেলাঘর (পোর্টাল হোমপেজ) ও সেজে উঠেছে নতুন ভাবে। এই পাতার বাঁ দিকের শব্দ মেঘ থেকে বেছে নাও তোমার পছন্দের শব্দ, আর দেখ কোন কোন নতুন আর পুরোনো লেখার সন্ধান পাও!
তোমার এবং তোমার পরিবারের সবাইকে নিয়ে পুজোর দিন গুলি আনন্দে কাটাও। সাথে থাক ইচ্ছামতী।