আজ ২রা মে। আমাদের সবার খুব কাছের মানুষ, মনের মানুষ সত্যজিত রায়ের জন্মদিন আজ। আর আজকেই প্রকাশিত হল ইচ্ছামতীর নতুন গ্রীষ্ম সংখ্যা ২০১১।
ইচ্ছামতীর নতুন গ্রীষ্ম সংখ্যা পড়ে কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও। এই সংখ্যার সাথে উপরি পাওনা আছে নতুন শব্দছক। শব্দছক খেলার জন্য এই পাতার বাঁদিকের "শব্দছক" লিঙ্ক এ ক্লিক কর।
এই গ্রীষ্মের ছুটিতে, তোমার সঙ্গী হোক তোমার বন্ধু ইচ্ছামতী।