আজ দীপাবলী এবং কালীপুজো। ইচ্ছামতীর তরফ থেকে সবাইকে জানাই উৎসবের শুভেচ্ছা। এই আলোর উৎসবের মত সর্বদা আলোকিত থাকুক সবার জীবন।
ইচ্ছামতীও আজকে অনেক বাজি পোড়াবে, প্রদীপ আর মোমবাতি জ্বালাবে, সাজিয়ে তুলবে তার ঘর। তুমিও নিশ্চয় বাজির পশরা নিয়ে একেবারে তৈরি! খুব সাবধানে বাজি ফাটিও কিন্তু। আর হ্যাঁ, শব্দ বাজি না ফাটানোই ভাল। আমাদের চারিদিকে অনেক ছোট্ট শিশু, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ আছেন, শব্দ বাজির জোর আওয়াজে তাদের কষ্ট হতে পারে।
খুব ভাল থাকো, খুব আনন্দ কর, আর ভাগ করে নাও তোমার আনন্দ, সবার সাথে।