সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
ছবি আর কবিতায় রথের মেলা

রথের মেলার ছবির অ্যাল্‌বাম, সাথে রইল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।

সুখদুঃখ

বসেছে আজ রথের তলায়

            স্নানযাত্রার মেলা—

সকাল থেকে বাদল হল ,

            ফুরিয়ে এল বেলা ।

আজকে দিনের মেলামেশা

যত খুশি যতই নেশা

সবার চেয়ে আনন্দময়

            ওই মেয়েটির হাসি—

এক পয়সায় কিনিছে ও

            তালপাতার এক বাঁশি ।

 

            বাজে বাঁশি , পাতার বাঁশি

                        আনন্দস্বরে ।

            হাজার লোকের হর্ষধ্বনি

                        সবার উপরে ।

 

ঠাকুরবাড়ি ঠেলাঠেলি

            লোকের নাহি শেষ ,

অবিশ্রান্ত বৃষ্টিধারায়

            ভেসে যায় রে দেশ ।

আজকে দিনের দুঃখ যত

নাই রে দুঃখ উহার মতো ,

ওই - যে ছেলে কাতর চোখে

            দোকান - পানে চাহি

একটা রাঙা লাঠি কিনবে

            একটি পয়সা নাহি ।

 

চেয়ে আছে নিমেষহারা ,

            নয়ন অরুণ—

হাজার লোকের মেলাটিরে

            করেছে করুণ ।

কবিতাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষণিকা

কাগজে-কলমে গ্রাফিক ডিজাইনার। কিন্তু সে কাজ ছাড়াও ইনি নানা কাজ করেন - মাঝেমধ্যে ইচ্ছামতীর জন্য ছবি আঁকেন, মাঝেমধ্যে ভাল ভাল গল্প লেখেন, আর প্রয়োজন হলেই চাঁদের বুড়িকে নানারকমের সাদাকালো-একঘেয়ে-বিরক্তিকর কাজকর্ম (যেগুলি একটা ব-অ-ড় ওয়েবসাইট চালাতে গেলে করতেই হয়)-সেইসব করতে সাহায্য করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা