ইচ্ছামতী শীত সংখ্যা ২০১১ প্রকাশ হবে আগামি জানুয়ারি ২০১১ এর প্রথম দিকে। এই সংখ্যার জন্য আমরা চাই নতুন গল্প, কবিতা, ভ্রমণকাহিনী, ফটো ফিচার এবং অন্যান্য তথ্যমূলক লেখা।লেখা ছোটদের উপযোগী হতে হবে। লেখার জন্য কোন নির্দিষ্ট শব্দসীমা নেই।
শীত সংখ্যা ২০১১এর জন্য লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ই ডিসেম্বর। লেখা পাঠান বাংলা unicode font ব্যবহার করে।
আর এই যে তুমি, ইচ্ছামতীর বন্ধু, আর দেরি না করে লিখে ফেল তোমার যা মন চায়, এঁকে ফেল মনভোলানো ছবি, আর পাঠিয়ে দাও আমাদের কাছে। আর আমাদের চিঠি লিখে জানিও, আর কি কি ধরণের লেখা দেখতে চাও ইচ্ছামতীর পাতায়।