খেলাঘরখেলাঘর

 ভোজ

তিন ধরিয়ায়  তিনটে ঘোড়ায়
   গাইছে খেয়াল রোজ
সেই না শুনে  পাঁচমারিতে
  ভালুক লাগায় ভোজ।

সেই ভোজেতে  আসতে গিয়ে
   ভাঙলো হাতির ঠ্যাং
শেয়াল গুলো  বাজায় ঢোলক
  ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং।

তারপরেতে  জেব্রা এল
  সঙ্গে এলো হায়না
নেকড়ে চিতার সঙ্গ নিল
 লাল পন্ডা চায়নার।

সিংহ এল  হরিণ এল
 এলো বাঘ আর বাঁদর
গন্ডার আর জিরাফ এল
 ঝুলিয়ে গলায় চাদর।

খাবার মেনু কি ছিলো ভাই
 নেই যে রে কাজ শুনে
পান্তা ভাতে পেঁয়াজ নেবু
 তিনটে নঙ্কা গুনে।

তাই নাকি সব গপ্‌ গপাগপ্‌
 পেটটি পুড়ে খেয়ে
ঠ্যাঙের উপর ঠ্যাংটি তুলে
 পড়ল সবাই শুয়ে।

মোরগা মটন  কোপ্তা কাবাব
  নিদেন মাছের ঝোল
কিচ্ছুটি নেই খাবার পাতে
 চাউমিন এগরোল।

মিথ্যে কথা নয়গো এসব
 নয় বানানো গল্‌পো
আসল কথা শুনলে বুঝো
 একটুও নয় কল্পো।

ওরা যে ভাই সবাই গরীব
  পায়না খেতে মোটে
তাই গপাগপ্‌ পুড়লো মুখে
 যখন যেমন জোটে।



শুভ্রজিত চক্রবর্তী
বালী, হাওড়া